লাদাখ সীমান্তে রক্তক্ষয়ী যুদ্ধে শহীদ বীরভূমের মহম্মদবাজার এর বাসিন্দা সেনা জওয়ানের

17th June 2020 8:55 am বীরভূম
লাদাখ সীমান্তে রক্তক্ষয়ী যুদ্ধে শহীদ বীরভূমের মহম্মদবাজার এর বাসিন্দা সেনা জওয়ানের


মহঃ আজহারউদ্দিন ( বীরভূম ) : লাদাখ সীমান্তে ভারত চীন রক্তক্ষয়ী যুদ্ধে প্রাণ হারালেন প্রায় ২০ জন ভারতীয় সেনা জওয়ান । তাঁদের মধ‍্যে এক সেনা জওয়ান পশ্চিমবঙ্গের বীরভূম এর মহম্মদবাজার থানার বেলঘড়িয়া গ্ৰামের বাসিন্দা । মৃত সেনা জওয়ানের নাম রাজেশ ওড়াং ( ২৫ ) । আকস্মিক মৃত‍্যুর খবরে শোকস্তব্ধ পরিবার সহ গোটা গ্ৰাম । জানা গেছে , গত ৫ বছর আগে সেনাবাহিনীর কাজে যোগ দেন রাজেশ ওড়াং । লাদাখেই ছিল তার কর্মস্থল । বাড়িতে বাবা ও মা রয়েছেন । সেনা জওয়ানের মৃত‍্যুতে শোক প্রকাশ করেছেন রাজ‍্যপাল জগদীশ ধনখড় । শোক জ্ঞাপন করেছেন মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায় ও । 

এদিকে ভারত চীন রক্তক্ষয়ী যুদ্ধ নিয়ে শুরু হয়েছে চাপানউতোর । দফায় দফায় বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের । লাদাখ সীমান্ত নিয়ে যাতে অস্থিরতা না বাড়ে তার দিকে দৃষ্টি রয়েছে মন্ত্রকের । সীমান্তে মৃত‍্যু সংখ‍্যা ঠিক কত সে বিষয়ে খোঁজ চলছে । প্রাথমিক অবস্থায় জানানো হয়েছিল ভারতীয় এলাকায় এক অফিসার সহ দুই জওয়ানের মৃত‍্যুর  খবর । পরবর্তী সময়ে প্রায় ২০ জন ভারতীয় সেনার মৃত‍্যু হয় বলে জানা গেছে । সবমিলিয়ে সীমান্ত এলাকায় চড়ছে উত্তেজনার পারদ ।





Others News

অবৈধ বালি উত্তোলন বন্ধে ড্রোন ক‍্যামেরায় নজরদারি জেলা পুলিশের

অবৈধ বালি উত্তোলন বন্ধে ড্রোন ক‍্যামেরায় নজরদারি জেলা পুলিশের


নিজস্ব সংবাদদাতা ( বীরভূম ) : মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায় বারবার অবৈধ বালি খাদান ও বালি পাচার রোধে কড়া পদক্ষেপ গ্ৰহণের কথা জানিয়েছেন । তবুও রাজ‍্যের নানা জায়গায় একাংশ বালি ও কয়লা মাফিয়া চক্র সক্রিয় । এছাড়াও ওভারলোডিং এর ফলে রাস্তার ক্ষতি হচ্ছে নানা জায়গায় । অবৈধ বালি খাদান বন্ধে এবার ড্রোন ক‍্যামেরার সাহায‍্যে নজরদারি শুরু করলো বীরভূম জেলা পুলিশ । পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠী জানিয়েছেন , পুলিশ কর্মীরা যেমন রাস্তায় রাস্তায় নজরদারি চালাচ্ছেন তেমনি বিভিন্ন নদীতেও নজরদারি চালানো হচ্ছে । ড্রোন ক‍্যামেরার মাধ‍্যমে নানা জায়গায় দেখা হয় বালি খাদান কোথাও চলছে কি না । তবে সেরকম কোনো হদিশ পাওয়া যায় নি । গতকাল রাতে দুটি ট্রাক আটক করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার । কোনোভাবেই অবৈধ বালি খাদান চালানো যাবে না বলে মুখ‍্যমন্ত্রী যে নির্দেশ দিয়েছেন তা কার্যকর করতেই কড়া পদক্ষেপ বীরভূম জেলা পুলিশের । তিলপাড়া ব‍্যারেজ সংলগ্ন এলাকায় নজরদারি চালালো মহম্মদবাজার থানার পুলিশ । অনান‍্য এলাকাতেও নজরদারি চলবে বলে জানা গেছে ।